ক্রিপ্টো ফিউচার ব্যবসা কি হালাল? ক্রিপ্টোকারেন্সি ও ট্রেডিং (স্পট, ফিউচার ও মার্জিন) কি হালাল নাকি হারাম?

 ক্রিপ্টোকারেন্সি ও ট্রেডিং (স্পট, ফিউচার ও মার্জিন) কি হালাল নাকি হারাম?




হালাল-হারাম ইসলামের এক অনন্য অলঙ্ঘনীয় বিষয়। জীবিকা উপার্জনের ইসলাম অনুমোদিত মাধ্যমগুলোর অন্যতম হলো ব্যবসা। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন।’ (সুরা বাকারা : ২৭৫)। মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) ছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসায়ী। অর্থনৈতিক চরম মন্দার সময়ও তিনি ছিলেন বহুগুণ মুনাফা অর্জনকারী সফল ব্যবসায়ী। যখন পৃথিবীর সব ব্যবসায়ীই লোকসান হতো তখনও তিনি দেখিয়েছেন কীভাবে সততা দিয়ে প্রচুর লাভ অর্জনের চমক দেখানো যায়। ইসলামের দৃষ্টিতে ক্রয়-বিক্রয় ব্যয়সায় অভিহিত হওয়ার জন্য শর্ত হলো তা হতে হবে সম্পূর্ণ হালাল পন্থায়। হালাল-হারামের সীমা অতিক্রম করলেই তা আর ব্যবসা থাকে না বরং তা হয়ে যায় প্রতারণা। হালাল ব্যবসার শর্তগুলোর অন্যতম হলো ক্রেতা-বিক্রেতা উভয়ের সম্মতি। ব্যবসার জন্য শর্ত রয়েছে ক্রেতা-বিক্রেতা উভয়ের সন্তুষ্টির। অর্থাৎ ক্রেতার পণ্যটি নেয়ার আগ্রহ থাকবে, বিক্রেতারও তা বিক্রির আগ্রহ থাকতে হবে। উভয়ে যদি ধার্যকৃত মূল্যে সন্তুষ্ট থাকেন তবেই ক্রয়-বিক্রয় শুদ্ধ হবে। বিক্রেতা যদি জোর করে ক্রেতার ওপর কোনো জিনিস চাপিয়ে দেন অথবা ক্রেতা যদি জোর করে বিক্রেতার সন্তুষ্টি ছাড়াই তার জিনিসটি নিয়ে নেন, তা হলে তা ব্যবসা হবে না; বরং তা হবে জুলুম। তো আমাদের আজকের টপিক হচ্ছে – ক্রিপ্টো/ মার্জিন / ফিউচার ট্রেড হালাল নাকি হারাম? হালাল বা হারামের ক্রাইটেরিয়া কি কি? ও সেইসাথে আরো কিছু প্রশ্নের জবাব। এইসব জানার আগে ইসলামিক পরিভাষায় টাকা/মুদ্রা/কারেন্সি কি সেটা আমাদের জানতে হবে। What is money from Islamic POV? – টাকা হচ্ছে শুধুমাত্র একটি পণ্য আদান-প্রদানের মাধ্যম ইসলামিক ভাষায়। এটির হালাল বা হারামের সাথে ডিরেক্ট কোন সম্পর্কে নেই। তবে টাকার সোর্স বা ব্যবহার ভেদে হালাল/হারাম হতে পারে।

প্রত্যেকটা ক্রিপ্টো ও কিন্তু একেকটা ডিজিটাল কারেন্সি যা পণ্য আদান-প্রদানের মাধ্যম। তাই ক্রিপ্টো কারেন্সি in general হালাল বলা যায়।

কিন্তু কিন্তু কিন্তু – অনেকেই ( সাধারণ মানুষ / আলেম/ বিশেষজ্ঞরা) ক্রিপ্টোকারেন্সি কে হারাম বলে থাকে৷ তারা এক্ষেত্রে ২টি রিসন সাধারণত দ্বার করায় ক্রিপ্টোকারেন্সিকে হারাম হিসেবে ব্যাখা করতে। সেই ২টি কারন হলো- ১. ক্রিপ্টো কারেন্সি এর ইকোনমিক ভ্যালু নেই। তাই সেটি হারাম। ২. ক্রিপ্টো কারেন্সি বেশিরভাগ ক্ষেত্রে ড্রাগ, জুয়া ও হারাম কাজে ব্যবহৃত হয় তাই সেটি হারাম। চিন্তা নেই ২টি প্রশ্নেরই লজিক্যাল উত্তর আমি দিয়ে দিচ্ছি – ১. আসলে অনেক ইসলামিক পন্ডিত এটা বলে থাকে যে ক্রিপ্টো এর কোন ইকোনমিক ভ্যালু নেই সেই জন্য সেটি হারাম। যা একদমই সত্য নয়। ক্রিপ্টো এর ইকোনমিক ভ্যালু আছে। ইকোনমিক ভ্যালু নির্ভর করে কোন প্রজেক্ট,ব্যাক্তি বা জিনিসের সার্ভিস বা ক্রিপ্টো এর ভাষায় ইউজকেসের উপর। সহজ ভাষায় আপনি যদি কোন সার্ভিজ দিয়ে থাকেন ও সেটা পেতে মানুষ টাকা দিতে রাজি হয় তাহলে সেটার ইকোনমিক ভ্যালু আছে। ক্রিপ্টো তে এরকম হাজার হাজার প্রজেক্ট আছে যেগুলার ইউজকেস কার্যকরী ও মানুষ কারেন্সি কিনে সেই সার্ভিস ব্যবহারের জন্য। তাই অবশ্যই ক্রিপ্টো কারেন্সি এর ইকোনমিক ভ্যালু আছে। ২. এটাও আরেকটা ফলস ন্যারেটিভ কারন বর্তমানে ক্রিপ্টো জুয়া বা ইলিগ্যাল কাজের থেকে অন্যান্য কাজে বেশি ইউজ হয়। মানছি এক সময়, ৯০% ইলিগ্যাল কাজে ব্যবহার হতো তবে এখন ভিন্ন। ইন্টারনেট ঘাটলে এটাই সবচেয়ে বেশি ফতুয়া হিসেবে পাবেন। আদৌ ওইসব পন্ডিত ও স্কলাররা খুব একটা আইডিয়া নেয় না। তারা ইন্টারনেট ঘেটে ক্রিপ্টো এর ইউজকেস সম্পর্কে যতটুকু পায় সেটার উপর নির্ভর করেই কমেন্ট করে। তাই জুয়া ও ইলিগ্যাল কর্মের জন্য ক্রিপ্টো ইলিগ্যাল বলে। তো আশা করি এটা সকলের কাছে পরিষ্কার যে, “টাকা ইসলামিক পরিভাষায় শুধুমাত্র একটা পণ্য আদান-প্রদানের মাধ্যম যার নিজস্ব কোন মূল্য নেই ও যেহেতু ক্রিপ্টো কারেন্সি ও একধরনের টাকা তাই as টাকা সেটিও হালাল। তবে ব্যবহার ও সোর্স ভেদে কোন ক্রিপ্টো হালাল ও হারাম হতে পারে।” এখন প্রশ্ন হতে পারে, “উপরের কমেন্টের মাধ্যমে বুঝলাম ক্রিপ্টো পণ্য আদান-প্রদানের এর জন্য হালাল ( payment method) কিন্ত ট্রেডিং কি হালাল?” তার জবার জানার আগে আমাদের ভাবতে হবে ট্রেডিং এ আমরা কি করি? একটা কারেন্সি টু আরেকটা কারেন্সি এর বিপক্ষে সেল বা বায় করি। আর আমাদের প্রফিট আশে যখন আমাদের কেনা কয়েনটা যে কয়েনের against এ ট্রেড করতেসি সেই কয়েনের বিপক্ষে প্রাইস বাড়ে। আর প্রাইস বাড়া মানে ডিভ্যালুয়েশন বা মূল্যস্ফীতি ওই বিপক্ষ কারেন্সি এর বিপরীতে। ইসলাম অনূযায়ী buyer or seller এই ইনফ্লেশনের জন্য দায়ী না। তাই সেটা হারামে পরেনা। এছাড়া আল্লাহ ক্রয়- বিক্রয় হালাল করেছেন।

সব ধরনের ( Spot, future, margin, options) ট্রেডিং ই হালাল?

আমি বলবো অবশ্যই হালাল, কারণ আপনি মনে করতে পারেন 1x,2x,3x leverage দিয়ে ট্রেডিং করা হারাম। আগে ভালো করে ফিউচার ট্রেড সম্পর্কে জেনে বলুন। এখানে 1x,2x,3x leverage এ হারাম বলতে কিছুই নেই। কিভাবে?

হারাম বলার পূর্বে আগে আমাদের জানতে হবে লেভারেজ কি জিনিষ?

মনে করুন, আপনার কাছে $1000 ডলার আছে, আপনি সেখান থেকে $100 ডলার 20X leverage দিয়ে কোন পন্য/কয়েন ক্রয় বিক্রয় করলেন যার ভেল্যু আছে এবং এখানে আপাকে ব্রোকার কোন লোন দেয়া হয় নাই। কারণ আমার কাছ থেকে কোন ডলার কাটা হয়নি, আপনি যে $100 ডলার দিয়ে এন্টি নিয়েছেন সেখান থেকেই লাভ লস হচ্ছে, এবার Adjust Leverage এ গিয়ে 10x করে দিন, কি হয়েছে? নিশ্চই আপনার ডলার বেড়ে এখন $200 হয়ে গেছে এবং % Percentage কম/বেশি দেখাচ্ছে? এখন, $100 ডলারের 20 গুন লেভারেজ প্রফিট হিসেব করলে যদি 10% প্রফিট আসলে সেখানে প্রফিট দেখাবে $10 ডলার লাভ হয়েছে। সেইম ভাবে আপনি এখন লেভারেজ কমিয়ে 10X করে দেন, কি দেখাতে পারছেন? প্রফিট সেইম ই আছে? কিন্তু $100 এর জায়গায় $200 ডলারের এন্ট্রি দেখাচ্ছে এবং 10% প্রফিট এর যায়গায় 5% প্রফিট দেখাচ্ছে সুতরাং $200 ডলারের 5% প্রফিট $10 সেই ডলারই লাভ।

এখন আসেন, লেভারেজ কি জিনিষ?

Leverage is the use of borrowed funds to increase one's trading position beyond what would be available from their cash balance alone. Brokerage accounts allow the use of leverage through margin trading, where the broker provides the borrowed funds. লিভারেজ হল একজনের ট্রেডিং পজিশন বাড়ানোর জন্য ধার করা তহবিলের ব্যবহার যা শুধুমাত্র তাদের নগদ ব্যালেন্স থেকে পাওয়া যাবে। ব্রোকারেজ অ্যাকাউন্টগুলি মার্জিন ট্রেডিংয়ের মাধ্যমে লিভারেজ ব্যবহারের অনুমতি দেয়, যেখানে ব্রোকার ধার করা তহবিল সরবরাহ করে। Leverage is a common term used in trading to describe the amount of money a trader borrows from their broker to invest in a particular market. Leverage can be a valuable tool for traders as it can amplify their potential profits, but it can also lead to significant losses if not managed correctly. লিভারেজ হল একটি সাধারণ শব্দ যা ট্রেডিংয়ে একটি নির্দিষ্ট বাজারে বিনিয়োগ করার জন্য একজন ব্যবসায়ী তাদের ব্রোকারের কাছ থেকে যে পরিমাণ অর্থ ধার করে তা বর্ণনা করতে ব্যবহৃত হয়। লিভারেজ ব্যবসায়ীদের জন্য একটি মূল্যবান হাতিয়ার হতে পারে কারণ এটি তাদের সম্ভাব্য মুনাফা বৃদ্ধি করতে পারে, কিন্তু সঠিকভাবে পরিচালিত না হলে এটি উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে পারে।

লেভারেজ এর উদাহরনঃ

Here's an example: Let's say you want to buy 10 units of an asset worth $100 per unit. In regular trading, you would have to put in $1,000 in order to be able to get the full 10 units of exposure. With x2 leverage, you would only need to invest $500 in order to get the full $1,000 / 10 units of exposure. এখানে একটি উদাহরণ: ধরা যাক আপনি প্রতি ইউনিট $100 মূল্যের একটি সম্পদের 10x ইউনিট কিনতে চান। নিয়মিত ট্রেডিংয়ে, সম্পূর্ণ 10 ইউনিট এক্সপোজার পেতে সক্ষম হওয়ার জন্য আপনাকে $1,000 রাখতে হবে। x2 লিভারেজের সাথে, আপনাকে সম্পূর্ণ $1,000 / 10 ইউনিট এক্সপোজার পেতে শুধুমাত্র $500 বিনিয়োগ করতে হবে এখন। লিভারেজ মানে ঋণ করে ট্রেডিং করা, আপনাকে ঋণ দেয় যার কোন ফি নেই। Trading on stocks with leverage, for example, would mean opening a position with a broker and loaning most of the position's value amount – depending on the leverage ratio – from that broker. There won't be a charge for how much leverage you use – whether 5x or 20x your deposit amount. আপনার কাছে 1000 ডলার আছে সেখান থেকে 100 ডলার দিয়ে ট্রেড নিলেন এখন যদি আপনা 120% লস হয় তাহলে ওই যে আপনার 1000 ডলার আছে সেখান থেকে টাকা কাটা শুরু করবে আপনাকে যে লোন দিয়েছে সেটা আপনার সুবিধার জন্যই দিয়েছে। লস হলে আপনার একাউন্ট থেকিই যাবে আপনি যদি এত লস না চান তাহলে প্রফিট এরং লস নিজেই সেট করে দিয়ে রাখতে পারবেন আপনি সব কিছু নিজের ইচ্ছাতেই ক্রয় বিক্রয় করছেন, সুতরাং হারাম হবে না।

এবং ফান্ডিং ফি এর কথায় আসি,

ফান্ডি ফি কাটতে দেখছেন কখনো ফান্ডিং ফি পেয়েছেন? 7 ঘন্টা পরপর ফান্ডিং ফি কাটে।

ফান্ডিং ফি কি?

ফান্ডিং ফি ফি এর উদ্দেশ্য

Purpose of Lending Fees: The main purpose of lending fees is to incentivize traders to balance the demand for long and short positions in the market. If the demand for long positions is significantly higher than the demand for short positions, the funding fee will be positive. লেনদেন ফি এর উদ্দেশ্য: ঋণ ফি এর মূল উদ্দেশ্য হল বাজারে দীর্ঘ এবং সংক্ষিপ্ত অবস্থানের চাহিদার ভারসাম্য বজায় রাখতে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা। লং পজিশনের চাহিদা শর্ট পজিশনের চাহিদার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হলে ফান্ডিং ফি ইতিবাচক হবে। কোন মার্কেট যখন খুব উপরে উঠে যায়, তখন সবাই নিজে ডাউন হবে এর জন্য শর্ট এর জন্য ট্রেড নেয়, কিন্তু যদি সবাই শর্ট এর জন্য ট্রেডই নেয় তাহলে মার্কেট কখনো চলতে পারেনা যদি সেলার না থাকে তাই উপরে উঠে যাওয়ার পরেও যাতে সবাই সেটা আরো লং পজিশন ওপেন করে তাই ফান্ডিং ফি শর্ট পজিশন যারা নিয়েছে তাদের থেকে ফান্ড কেটে যারা লং পজিশন ওপেন করছে তাদরে কে দেয়। মানুষকে কিনতে উদ্বুদ্ধ করাই হলো ফান্ডিং ফি এর উদ্দেশ্য। আশাকরি বুঝকে পেরেছনে, আমার কোন ভুল হলে আমি ক্ষমা প্রার্থী। অনেকেই ট্রেডিং ফুলটাইম ব্যবসার জন্য নিয়েছেন তারা সঠিক টা না জানার জন্য হতাশায় ভুগছেন তাদের জন্য আজকের এই পোষ্ট। ধন্যবাদ।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

আরো জানুন